
মঙ্গলবার ০৬ মে ২০২৫
মিল্টন সেন,হুগলি: ভিনরাজ্যে আলু রপ্তানি রুখতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের তরফে ব্যবসায়ীদের রপ্তানি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলু ব্যবসায়ীদের একাংশ রাজ্য সরকারকে অন্ধকারে রেখে নভেম্বর মাসে রাজ্যে মজুত থাকা আলুর বড় অংশ বাংলাদেশে রপ্তানি করেছে। ফলে রাজ্যের বাজারে আলুর সৃষ্টি হয়েছে। দাম বেড়েছে। রাজ্যে প্রতিদিন আলু লাগে ১৮ হাজার মেট্রিকটন। শুধুমাত্র কলকাতায় প্রতিদিন লাগে ৫ হাজার মেট্রিকটন। ডিসেম্বর মাসে বাজারে কাঁচা আনাজের যোগান বেশি থাকায় আলুর চাহিদা কিছুটা কমে।
গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন কমেছিল প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিকটন। এবছরও ডানা ঝড়ের প্রভাবে আলু রোয়ার কাজে বিলম্ব হয়েছে। ফলে নতুন আলু উঠতে কম করে ১৫ দিন সময় বেশি লাগবে। তাই পুনরায় ভিন রাজ্যে আলু রপ্তানি করা হলে এরাজ্যে আলুর অভাব আরও প্রকট হবে। তাই মঙ্গলবার রাজ্যের আলু ভিন রাজ্যে যাচ্ছে কিনা তা তদারকি করতে ময়দানে নামলেন খোদ রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।
সরাসরি রাজ্যের একাধিক বর্ডারে সারপ্রাইজ ভিজিট করলেন মন্ত্রী বেচারাম মান্না। ওই দিন রাতে মেদিনীপুরের দাঁতন, বেলদা, সোনাকোনিয়া চেক পোস্ট ভিজিট করেন মন্ত্রী। বুধবার সকালে ঝাড়গ্রামের জামবনি থানার দুটি বর্ডারে নিজে উপস্থিত থেকে আলু ভিন রাজ্যে যাচ্ছে কিনা তা তাদরকি করেন মন্ত্রী।
গাড়ি থামিয়ে কাগজ দেখে গাড়ির চালকের সঙ্গে কথাবার্তাও বলেন। এদিন মন্ত্রী বলেছেন, খবর ছিল ঝাড়খন্ড হয়ে ওড়িশার দিকে কিছু আলুর গাড়ি যাচ্ছে। তাই চাক্ষুষ দেখতে সেখানে গেছিলেন। গ্ৰামবাসীদের সঙ্গে কথা বলেছেন। তবে ভিন রাজ্যে আলু যাওয়ার কোনও কিছু নজরে আসেনি।
এদিন মন্ত্রী আরও বলেছেন, অসাধু কিছু ব্যবসায়ী রাজ্যের মানুষের স্বার্থ না দেখে চোরাপথে রাজ্যের বাইরে আলু নিয়ে যাবার চেষ্টা করছে। রাজ্যের নির্দেশ রয়েছে কোনওভাবেই এরাজ্যের আলু ভিনরাজ্যে পাঠানো যাবে না। তাই কড়া প্রশাসনিক নজরদারি চলছে। যাতে কোনওভাবে আলু ভিন রাজ্যে না যেতে পারে। তাই তিনি নিজে রাজ্যের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করলেন। গত ২ ডিসেম্বরের হিসেব অনুযায়ী রাজ্যে ৬ লক্ষ ২ হাজার মেট্রিক টন আলু রয়েছে। এই আলু দিয়ে আগামী ৪৫ দিন চালাতে হবে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও